জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ছাড়া সরকারের আর কোনো উপায় নেই: আনিসুল হক

0

বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

‘শিশু অধিকার সুরক্ষায় বাংলাদেশের আইন পর্যালোচনা’ বিষয়ক এ কর্মশালায় আইনমন্ত্রী জানান, শিশুদের মধ্যে বৈষম্য দূরীকরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, শিশুদের উন্নয়নের জন্য আইনে যেসব পরিবর্তন করা দরকার তা অবশ্যই করা হবে। তবে সরকার এমন আইন করতে চায়, যা সমাজে বাস্তবায়ন করা সম্ভব।

মন্ত্রী বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাই সব শিশুকে সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। এক্ষেত্রে পথশিশু (টোকাই) ও বিত্তবানের শিশুর মধ্যেও পার্থক্য থাকা উচিত নয়।

তিনি বলেন, সরকার শিশুদের মধ্যে বৈষম্য দূরীকরণের সর্বোচ্চ চেষ্টা করছে। দেশে বৈষম্যবিরোধী নামে একটি আইন প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন, শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। এর পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়াতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com