রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে ডব্লিউএফপির হস্তক্ষেপ চান পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে থাকা জাতিসংঘের অন্যান্য সংস্থাকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্কালপেলি পরিচয়পত্র পেশ করার সময় পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
মিয়ানমারে স্ক্যালপেলির কাজ করার আগের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ড. মোমেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড এম বেজলির সঙ্গে তার শেষ বৈঠকের কথা স্মরণ করেন এবং ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সমর্থনে কাজ শুরু করার জন্য ডব্লিউএফপিকে ধন্যবাদ জানান।