পাকিস্তানের অর্থনীতিতে ধস নামছে: মাওলানা ফজলুর রহমান

0

পাকিস্তানের অর্থনীতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির বিরোধী দল জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, দৈনিক ভিত্তিকে দেশের ঋণও বাড়ছে। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি বাজেট পেশ করা হয়েছে। কিন্তু তারা কর আদায়ের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পারেনি।-খবর ডন অনলাইনের

নির্বাচনে জালিয়াতির অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাতে আজাদি মার্চের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা ফজলুর রহমান।

এই আলেম রাজনীতি বলেন, সরকার যদি কোনো মধ্যপন্থা খুঁজে পায়, তবে তারা সেটি উপস্থাপন করতে পারে। কিন্তু এখন পর্যন্ত বিরোধীদের তারা তেমন কিছু বলেনি।

পাঞ্জাব অ্যাসেম্বলি স্পিকার চৌধুরী পারভেজ এলাহি ও পিএমএল-কিউ সভাপতি সুজাত হোসেনের সঙ্গে বৈঠকের পর ফজলুর রহমান এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, এখ পর্যন্ত কোনো ইতিবাচক জবাব আমাদের কাছে পৌঁছায়নি। যখন জাহাজ ডুববে, তখন সব যাত্রীই ডুবে যাবে বলে মন্তব্য করেন এই রাজনীতিবিদ।

জমিয়ত প্রধান দাবি করেন, জুলফিকার আলী ভুট্টোর চেয়ে বড় কেউ নন ইমরান খান। যদি তিনি পুনর্নির্বাচনের আয়োজন করতে পারেন, তবে ইমরান কেন পারবেন না?

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com