অবিলম্বে শেখ হাসিনাকে আইনের আওতায় আনার দাবি জয়নুল আবদিনের

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বাংলাদেশে সমসাময়িক রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে জনগণের একটাই দাবি। যদি শেখ মুজিব হত্যার আসামিকে ভারত থেকে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে, তাহলে এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা, শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি আছে; তাই অবিলম্বে শেখ হাসিনাকে এনে আইনের আওতায় বিচার করা।’

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

চলমান বন্যা পরিস্থিতিতে বন্যাকবলিত সবার জন্য দোয়া প্রার্থনা করে বিএনপি নেতা বলেন, ‘হিন্দুস্তানের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের অনেক গ্রাম আজ বন্যায় ভেসে গেছে। ফলে সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার অসংখ্য নারী-পুরুষ-শিশু। আমরা তাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমাদের অতি দ্রুত এই পরিস্থিতি মোকাবিলা করার তৌফিক দান করুন।’

জয়নাল আবদিন ফারুক বলেন, ‘গত ৫ আগস্ট বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করেছে আবু সাঈদ, খোকন, মুগ্ধসহ অসংখ্য ছাত্র। জনগণের রক্তের বিনিময়ে আজ যে সরকার এসেছে, আমরা তাদের জন্য দোয়া করি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com