টাঙ্গাইলে জনসমুদ্রে পরিণত শিক্ষার্থী-অভিভাবকদের মিছিল

0

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল জনসমুদ্রে রূপ নিয়েছে। শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সমবেত হন হাজার হাজার শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। এসময় স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

প্রেস ক্লাব চত্বরে শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দাবি করে বক্তব্য রাখেন মিছিলের সমন্বয়করা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাব চত্বরে জমায়েত হন। মিছিলে কয়েক হাজার ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। এসময় অসহযোগ আন্দোলন সফল করতে মহাসড়ক অবরোধ করেন তারা।

মিছিলে আসা এক অভিভাবক বলেন, সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। আর নীরব হয়ে থাকার সময় নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com