ইউক্রেন যুদ্ধ ক্রিমিয়া দিয়েই শুরু হয়েছিল এবং এর মুক্তি দিয়েই শেষ হবে: জেলেনস্কি

0
ইউক্রেন যুদ্ধ ক্রিমিয়া দিয়েই শুরু হয়েছিল এবং এর মুক্তি দিয়েই শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে একটি রাশিয়ান বিমানঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে একজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এ কথা বলেছেন।

 

জেলেনস্কি বিস্ফোরণের কথা উল্লেখ না করে বলেছেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা কখনই এটি ছেড়ে দেব না।’

 

ইউক্রেনের একজন শীর্ষ উপদেষ্টা বিস্ফোরণের দায় অস্বীকার করে রাশিয়া এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছেন।

 

ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অংশ কিন্তু ২০১৪ সালে একটি গণভোটের পরে রাশিয়ায় সংযুক্ত করা হয়েছিল যা আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ হিসাবে দেখে। অনেক ইউক্রেনীয় এটিকে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধের সূচনা হিসেবে দেখছে।

 

গতকাল মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিমে নভোফেদোরিভকার কাছে স্যাকি সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। যা রাশিয়ান পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্রতীরবর্তী রিসোর্টগুলির খুব কাছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের সময় সমুদ্র সৈকতগামীরা দৌড়াচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তারা কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com