ক্ষেত থেকে ধান নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্ষেত থেকে ধান নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে আব্দুর রহিম বাদশা (৫১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম বাদশা কামালপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে আব্দুর রহিম বাদশাসহ ৯ জন শ্রমিক একই গ্রামের কৃষক আবু বকর সিদ্দিকের জমির ধান কাটতে যান। বেলা ১১টার দিকে কাটা ধান মাথায় নিয়ে কৃষক আবু বকর সিদ্দিকের বাড়িতে পৌঁছানোর সময় বজ্রপাতে গুরুতর আহত হন শ্রমিক বাদশা। এ সময় সঙ্গীয় শ্রমিকরা ও স্থানীয়রা বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments (০)
Add Comment