বিদেশি কর্মীদের অর্থ পাঠাতে হয়রানি নয়: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে বৈধভাবে অবস্থানকারী বিদেশিরা যাতে তাদের উপার্জিত অর্থ নিবিঘ্নে নিজ দেশে পাঠাতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর ) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ নির্দেশনা বিদেশি মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রান্সজেকশনস ২০১৮ অনুযায়ী, বাংলাদেশে বৈধভাবে বসবাসকারী বিদেশি কর্মীরা নিজ দেশে ডলার পাঠাতে পারেন। কিন্তু অনেক ব্যাংক এ নির্দেশনা সঠিকভাবে মানছে না বলে কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে।

‘এ অবস্থায়, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কর্মীদের ব্যাংক হিসাবে জমা ডলার যে কোনো সময় নিজ দেশে নির্বিঘ্নে পাঠাতে দিতে হবে। এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।’

Comments (০)
Add Comment