কেন্দ্রে ভোটারদের বাধাগ্রস্ত করলে সর্বোচ্চ সাত বছরের জেল: ইসি হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, কেন্দ্রে ভোটারদের বাধাগ্রস্ত করলে সর্বোচ্চ সাত বছরের জেল। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আচরণবিধি ও মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে। দলের গঠনতন্ত্র অনুসরণ করা উচিত। তবে ভোটাররা প্রভাবিত না হলে কোন প্রভাবই কাজে লাগবে না।

ইসি আহসান হাবিব খান বলেন, ভোটের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনার চেষ্টা করা হলেই সেটি নির্মূল করা হবে। কোনো ভোল্টেজ দিয়ে কাজ হবে না। জনগণকে ভালোবাসতে হবে তাদের কাছে ভোট চাইতে হবে।

Comments (০)
Add Comment