ইরানকে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: রাইসি

ইরানকে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাছাড়া ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৭ এপ্রিল) ষষ্ঠ রপ্তানি সম্ভাব্য প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে রাইসি এ কথা বলেছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বোঝা যাচ্ছে, ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো ফলাফল নেই। এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

রাইসি বলেন, ইরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনো দিন ফলপ্রসূ হবে না।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেঞ্জেলকে জানিয়েছেন, এপ্রিলির মাঝামাঝি সময়ে আটক করা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেছেন, তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের এরই মধ্যে এ বিষয়ে জানানো হয়েছে। তবে কখন তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালি থেকে জাহাজটি আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা। জাহাজের মধ্যে থাকা ২৫ ক্রুর মধ্যে ১৭ জনই ভারতীয় বলে জানিয়েছে একটি সূত্র।

সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালানোর পরই প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। এর পরপরই ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ওই জাহাটি আটক করেছিল ইরান।

সূত্র: প্রেস টিভি

Comments (০)
Add Comment