শ্যামাপূজাসহ আরও যেসব বিষয় অবরোধের আওতামুক্ত থাকবে

0

বিএনপি-জামায়াত ও বেশ কয়েকটি দলের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কালী/ শ্যামাপূজাসহ আরও যেসব বিষয় অবরোধের আওতামুক্ত থাকবে তা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলো ডাকা সর্বাত্মক এ অবরোধে যা যা আয়তামুক্ত থাকবে:

(ক) আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের কালী/শ্যামাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(খ) গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(গ) অ্যাম্বুলেন্স চলাচল শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(ঘ) অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com