সরকারের সব পদক্ষেপ কোনো কাজেই আসেনি

0

রমজানের অনেক আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নানা পদক্ষেপের কথা বলে আসছিল সরকার। সারা দেশে বাজার মনিটরিংয়ের জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। গত সপ্তাহে ব্যবসায়ীদের সাথে বসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। কিন্তু সরকারের এসব পদক্ষেপ কোনো কাজেই আসেনি। গতকাল রাজধানীর বাজারঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা দরে। আকার ভেদে ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, শসা প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, শিম প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, করলা ৮০-৯০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি আকার ভেদে ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, পটোল ৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকায়।

বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। খোলা চিনি প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা। খোলা আটার কেজি ৬০ টাকা। প্যাকেট আটার কেজি ৬৫ টাকা। দুই কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
দেশী মসুরের ডালের কেজি ১৪০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০ থেকে ১২৫ টাকা। সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকায়। লবণের কেজি ৩৮ থেকে ৪০ টাকা।

রমজানে চাহিদার শীর্ষে থাকা খাদ্যদ্রব্যের মধ্যে প্রতি কেজি ছোলা মান ভেদে ৯০-৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এঙ্কার ডাল কেজিতে ৫ টাকা কমে ৬৫ টাকা, মোটা মসুর ডাল ১০০ টাকা, মোটা হাইব্রিড মসুর ডাল ১১০ টাকা, দেশী মসুর ডাল ১২০ টাকা ও মাসকলাইয়ের ডাল ২০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ২০ টাকা কমে মুগ ডাল ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া খেসারি ডাল ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পাঙ্গাস ১৭০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছের কেজি হয়েছে ২০০ থেকে ২২০ টাকা। প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১০০০ টাকায়। তাজা রুই, কাতলা, মৃগেল বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৬০ টাকা কেজি দরে। দেশী প্রজাতির টেংরা, শিং, গচি ও বোয়াল মাছের কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। দুই দিন আগে ২৮০ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগি গতকাল বিক্রি হয়েছে ২৫০ টাকা কেজি দরে। পাকিস্তানি মুরগি ৩৪০-৩৮০ টাকা ও বড় কক মুরগি ৩১০-৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দিকে দেশী মুরগির দাম এখন প্রতি পিস (৮০০-৯০০ গ্রাম) ৫০০-৫৫০ টাকা। বাজারে প্রতি কেজি গরুর গোশত বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, ছাগলের গোশত ৯০০ টাকা এবং খাসির গোশত এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com