‘আমাকে হত্যার পরিকল্পনাকারী এমপির ভাই’
দীর্ঘ ২৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুর্বৃত্তের গুলিতে আহত নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খাঁন। এ উপলক্ষে মঙ্গলবার (২১ মার্চ) আওয়ামী লীগের উদ্যোগে ইটাখোলা চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ওই সভায় হারুনুর রশিদ খাঁন বলেন, ‘শিবপুরের সব অপকর্মের হোতা হলো আসাদুজ্জামান আসাদ ও জুনায়েদ হক ভূইয়া জুনো। সব পেশাদার খুনি, সন্ত্রাসী তারা লালন-পালন করেন। তারা সব শিল্প প্রতিষ্ঠানের জুটের ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ইয়াবা ব্যবসা, জমি দখলসহ সব অপরাধ তারা নিয়ন্ত্রণ করেন। আমার বিশ্বাস আমাকে হত্যার পরিকল্পনাকারীর ভূমিকায় তারা রয়েছেন। তাদের বিচার যেন আইনগতভাবে হয় আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি। ’
জুনায়েদ হক ভূইয়া জুনো স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের ছোট ভাই এবং জেলা যুবলীগের সহ-সভাপতি। আসাদুজ্জামান আসাদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় রাজনীতিতে এমপি মোহনের ঘনিষ্ট হিসেবে পরিচিত।