এক পরীর সঙ্গে রাত কাটালেন সম্রাট (ভিডিও)



সিংহাসনে আরোহণের ব্যাপারে ধর্মীয় রীতি অনুসারে সাদা পোশাকে বৃহস্পতিবার রাতে হাজির হন জাপানের সম্রাট নারুহিতো। এরপর শিন্টো ধর্মানুসারে একজন ‘পরীর’ সঙ্গে প্রতীকীভাবে রাত কাটান তিনি। আর সেই পরী হলেন সম্রাটের স্ত্রী।

জানা গেছে, পরম্পরা মেনে সুন্দরী নারীদের পরীর মতো করে সাজিয়ে তার সঙ্গে প্রতীকীভাবে রাত কাটান নতুন সম্রাট। তারপর সেই ‘পরী’কে খুশি করে থাকেন তিনি। সেই রীতি মেনে সম্রাট নারুহিতো তার পরীকে খুশি করার চেষ্টা করেছেন। জানা গেছে, প্রতীকী রাত কাটানোর সময় পরীকে বিভিন্ন ধরনের খাবার খাইয়ে মন জয়ের চেষ্টা করেছেন তিনি। মূলত নিজেকে সম্রাট হিসেবে স্বীকৃতি নেওয়ার জন্যই জাপানের সম্রাটরা এ ধরনের রীতি মেনে চলেন।

তবে এর আগে অভিযোগ উঠেছিল, রীতি পালনের জন্য রাত কাটাতে গিয়ে ‘পরী’র সঙ্গে শারীরিক স্থাপন করেছেন আগের সম্রাট। সে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। সে কারণে এবার অনুষ্ঠান শুরুর আগে বিষয়টি আলোচনায় আসে। দেবী পরীর সঙ্গে যেন এ ধরনের অঘটন না ঘটানো হয়, সে ব্যাপারেও এক ধরনের চাপ তৈরি হয়।

মাস খানেক থেকে দিনটির জন্য প্রহর গুনতে গুনতে অবশেষে ভালোভাবেই সম্পন্ন হয়েছে উৎসবটি।

দেখুন সেই ভিডিও



Comments (০)
Add Comment