প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ১৭ নভেম্বর

আগামী ১৭ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিবে; এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার তিনশো জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।

অপরদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিবে; যার মধ্যে ছাত্র সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে মোট সাত হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্বের ৮টি দেশের ১২টি কেন্দ্রেও এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবাসী পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।

Comments (০)
Add Comment