বাবার বিয়েতে সারার সবচেয়ে সুন্দর লেহেঙ্গা

এই গল্পের মূল চরিত্র চারটি—সাইফ আলী খান, তাঁর সাবেক স্ত্রী অমৃতা সিং, বর্তমান স্ত্রী কারিনা কাপুর খান আর সাইফ ও অমৃতার মেয়ে সারা আলী খান।

সাইফ আলী খান তাঁর চেয়ে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন ১৯৯১ সালে। তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ২০০৪ সালে। তখন সারা আলী খানের বয়স ছিল নয় বছর। এর পর সাইফ আলী খান বিয়ে করেন তাঁর চেয়ে ১০ বছরের ছোট আরেক বলিউড তারকা কারিনা কাপুরকে, ২০১২ সালে। বিয়ের বিষয়টি জেনে সারা আলী খান আর অমৃতা সিংয়ের মনে জেগেছিল একই প্রশ্ন। বাবার বিয়েতে কী পরবেন সারা আলী খান?

সম্প্রতি বলিউড তারকা সারা আলী খান আর তাঁর ছোট ভাই ইব্রাহীম আলী খানকে প্রথমবারের মতো দেখা গেছে ‘হ্যালো’ ম্যাগাজিনের প্রচ্ছদে। ‘হ্যালো’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সারা বলেছেন তাঁর বাবা আর কারিনা কাপুরের বিয়ের বিষয়ে। জানিয়েছেন, সেই ‘জটিল’ সমস্যার সমাধান করেছিলেন অমৃতা সিং। মেয়ের জন্য সবচেয়ে সুন্দর লেহেঙ্গা এনেছিলেন তিনি।

‘বেবো’র সঙ্গে ‘আব্বা’র বিয়ে নিয়ে সারা বলেন, ‘তখন আমার বাবা আর কারিনা মাত্র বিয়ে করেছে। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার মনে আছে, আমি লকারের কাছে গিয়ে সব জুয়েলারি বের করে মাকে দেখাচ্ছিলাম, আর জিজ্ঞেস করছিলাম, কোন ঝুমকাটা পরব? তখন মা আবু আর সন্দীপকে (আবু জনি আর সন্দীপ খোসলা, ফ্যাশন ডিজাইনার) ফোন করে বলেন, “সাইফের বিয়ে। আমার মেয়ের জন্য সবচেয়ে সুন্দর লেহেঙ্গার ব্যবস্থা করো।”’

সারা আলী খান ইন্ডাস্ট্রিতে পা রেখেই সব বিষয়ে খোলামেলা কথা বলেছেন। বহুবার বলেছেন, তাঁর বাবা আর মায়ের বিবাহবিচ্ছেদকে তিনি সহজভাবে নিয়েছেন। কারণ, একটা অসুখী ঘরের চেয়ে দুটো সুখী ঘর ভালো। তাঁরা দুই ভাইবোন প্রায়ই সাইফ আলী খানের বাড়িতে যান। বাবা আর মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। আর সাইফ আলী খানও জানিয়েছেন, যেভাবে অমৃতা সিং তাঁদের দুই সন্তানকে বড় করেছেন, তাতে তিনি খুবই খুশি আর গর্বিত।

অন্যদিকে ইব্রাহীম আলী খানকে প্রায়ই মায়ের পুরোনো বন্ধু, পরিচিত ও আত্মীয়স্বজনের কাছে শুনতে হয়, সে দেখতে একদম সাইফ আলী খানের মতো। তখন তাঁর কেমন লাগে? ইব্রাহীম বলেন, ‘বোধ হয় আমার সঙ্গে বাবার চেহারার অনেক মিল। এটা হতেই পারে। আমি তাঁরই সন্তান। তিনি আমার অন্যতম পথপ্রদর্শক।’

ভাইবোনের সম্পর্ক নিয়ে ইব্রাহীম বলেন, ‘আমি আর সারা “জাস্ট পারফেক্ট” ভাইবোন। আমাদের বয়সের পার্থক্য পাঁচ। তাই খুব কমই আমাদের মধ্যে ঝগড়া হয়। অবশ্য মাঝে মাঝে আমরা দুজনে খুবই বোকা বোকা কারণে ঝগড়া লাগিয়ে দিই। আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি।’

আর মা অমৃতা সিং তাঁর ছেলের সম্পর্কে বলেন, ‘ইব্রাহীম প্রবীণ জ্ঞানীদের মতো ঘরে চুপচাপ থাকে। সে খুবই লক্ষ্মী বাচ্চা। ও হাসিমুখে জীবনের কঠিন সত্য গ্রহণ করতে পারে। নিজের সব দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষমতা ওর আছে।’ এসব বলেই তিনি ফাঁস করে দেন দুই সন্তানের বদভ্যাসও। বললেন, ‘ওদের নিয়ে আমার একটাই যন্ত্রণা, ওরা দুজনই খুবই অগোছালো আর নোংরা।’

ইতিমধ্যে সারা আলী খানের দুটো ছবি মুক্তি পেয়েছে, ‘কেদারনাথ’ আর ‘সিমবা’। এরপর বড় পর্দায় তাঁকে দেখা যাবে ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজ কাল’-এর সিকুয়েল ‘আজ কাল’ ছবিতে। সেখানে তিনি পর্দা ভাগ করবেন তাঁর কথিত প্রেমিক কার্তিক আরিয়ানের সঙ্গে। এরপর তাঁকে দেখা যাবে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘কুলি নম্বর ওয়ান’ ছবির রিমেকে। এখানে সারা আলী খানের বিপরীতে থাকবেন বরুণ ধাওয়ান।

Comments (০)
Add Comment