কারা কষ্ট লুকায় বেশি, ছেলে নাকি মেয়ে!

জেটিভি ডেস্ক : একজন মানেুষের কাছ কতউ না রকমের কষ্ট থকে, এর মধ্যে প্রেমে ব্যর্থ হওয়ার ঘটনায় বেশি। বিষয়টি নিয়ে কেউ খোলামেলা আলোচনা করে, আবার কেউ করে না। আর যারা কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখে তারাই বেশি আত্মহত্যার পথ বেছে নেয়।

সম্প্রতি এক গবেষণায় আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন, নারীদের তুলনায় পুরুষেরা মনের কষ্ট নিজের মধ্যে বেশি লুকিয়ে রাখতে সক্ষম।এজন্য তারা ১১টি পর্যায়ে সমীক্ষা এবং গবেষণা পরিচালনা করেন। এই সমীক্ষা ১৮ থেকে ৭৭ বছরের ছেলেদের মধ্যে পরিচালনা করা হয়।

গবেষণার ফলাফলে পাওয়া যায়, ছেলেরা মনের দুঃখ শেয়ারের পরিবর্তে নিজের মধ্যে লুকিয়ে রাখতে চেষ্টা করেন। ফলে তাদের মানসিক সমস্যা শুরু হওয়া থেকে আত্মহত্যার পথও তারা বেছে নেন।

সমীক্ষায় জানা গেছে, বেশির ভাগ ছেলেদেরই দুঃখ নিয়ে খুব বেশি চিন্তা নেই। এটি যে শেয়ার করা যায়, তা নিয়েও খুব বেশি চিন্তা নেই।

এমনকি নিজের খুব কাছের মানুষের কাছেও তারা এই সংক্রান্ত বিষয় গোপন করতে পছন্দ করেন। এই সমস্যাগুলো এড়ানোর জন্য বাইরের কাজের সঙ্গে নিজেদের যুক্ত করে রাখেন ছেলেরা।

ভালোবাসা নিয়ে কিছু চিরন্তনবাণী দেওয়া হলো:

১) সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে – হুমায়ূন আহমেদ।

২) তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন – কাজী নজরুল ইসলাম।

৩) ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? – রবীন্দ্রনাথ ঠাকুর।

Comments (০)
Add Comment