রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ রবিবার

সমাবেশের স্থান নিয়ে জেলা ও পুলিশের প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামীকাল রবিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ করবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ছাড়াও কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা আছে। আর শনিবার সংবাদ সম্মেলন করে নেতারা ঘোষণা দিয়েছেন, তারা মাদ্রাসা মাঠেই সমাবেশ করবেন। শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, তারা মাদ্রাসা মাঠ চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দিলেও জেলাপ্রশাসক মাঠ ব্যবহারের অনুমতি দেননি। আবার নগরীর অন্য তিনটি স্থান চেয়ে পুলিশের কাছে আবেদন করা হলে পুলিশও ওই তিনটি স্থানে সমাবেশ করার অনুমতি দিচ্ছে না। ফলে তারা যে কোনো মূল্যে মাদ্রাসা মাঠে সমাবেশটি করবেন। এজন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুত আছেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, সমাবেশ বানচাল করতে বিভাগের সবগুলো জেলায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। আজ শনিবার একদিনেই ৩৫৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সমাবেশের জন্য যেসব গাড়ি ভাড়া করা হয়েছিল, সেগুলো গাড়ির মালিকদের বাতিল করতে বাধ্য করা হয়েছে। তারপরেও সমাবেশ সফল হবে বলে মনে করেন তিনি। নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, প্রশাসন প্রতিবারই এমনটা করে। কিন্তু কর্মীরা সমাবেশে আসবে। কেন্দ্রীয় নেতারাও আসবেন। মহাসমাবেশ সফল করতে তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। কর্মীরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার অপেক্ষায় আছেন। এই মহাসমাবেশ থেকেই খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে উঠবে। মহাসমাবেশ নিয়ে তারা কোনো অনিশ্চয়তায় নেই বলেও জানান তিনি।

Comments (০)
Add Comment