পাবনায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, ১০ পুলিশ সদস্যসহ আহত ২০

0

পাবনায় কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পাবনা বাস টার্মিনাল এলাকায় পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় ১০ পুলিশ সদস্য ও ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

সকাল থেকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা পাবনা- ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিকেল ৩টার দিকে পাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিল নিয়ে বাসটার্মিনাল গোল চত্বরের দিকে এগিয়ে আসেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তা অতিক্রম করে শহরের দিকে প্রবেশ করতে চান তারা। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা টিয়ারশেল ও গুলি বর্ষণ করেন। এসময় পুরা বাসটার্মিনাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এদিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজ এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পালটাধাওয়া ঘটনায় ঘটে।

এ সময় ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলা করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় ডিগ্রি বটতলা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের ফেলে যাওয়া বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে পুরো শহর ও মহাসড়ক দখল করে ব্যাপক শোডাউন দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা মোড়ে ও বিকেল ৩টায় পাবনা বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বিক্ষোভ চলাকালে স্বল্পসংখ্যাক পুলিশ, বিজিবি ও ডিবি পুলিশের উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শহর ছেড়ে টার্মিনালের দিকে চলে গেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com