নীলফামারীর চিলাহাটিতে রেলের পাশাপাশি সড়কপথ করতে চায় ভারত

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথেও সংযোগ স্থাপন করতে চায় ভারত সরকার।

রোববার (৩০ জুন) দুপুরে চিলাহাটি রেলস্টেশন সড়কপথসহ ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায় এ কথা বলেন।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায় বলেন, চিলাহাটি স্থলবন্দর হবে দুই দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্ধুপ্রতীম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়কপথ স্থাপন করতে চায় ভারত সরকার। এর ফলে বদলে যাবে এলাকার আর্থসামাজিক উন্নয়নের চিত্র।

Comments (০)
Add Comment