নারায়ণগঞ্জে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় নাসির শেখ (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুন) রাতে মণ্ডলপাড়া এলাকার মা হোটেলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসির শেখ ফতুল্লার ফরাজীকান্দা এলাকার আল আমীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল শেখের ছেলে। তিনি একটি হোসিয়ারির শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই মুখে কাপড় বেধে বেশ কয়েকজন অজ্ঞাত যুবক এসে মণ্ডলপাড়ার মা হোটেলের সামনে নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে উদ্ধার করে শহরের ১০০ শয্যার ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, নাসিরকে মৃত ঘোষণা করেন।

নাসির শেখের বড় ভাই আলম শেখ বলেন, ঋষিপাড়ার আলম আর ওর ভাই অয়ন ও সাগরসহ মোট তিনজন মিলে আমার ভাইকে হত্যা করেছে। তাদের সঙ্গে আমার ভাইয়ের কী নিয়ে দ্বন্দ্ব ছিলো, তা আমাদের জানা নেই। সবার সামনে তারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমার ভাই হোসিয়ারিতে কাজ করতো। ও কোনো খারাপ কিছু করতো না। আমরা খুনিদের ফাঁসি চাই।

Comments (০)
Add Comment