বাজেটে পোশাকশ্রমিকদের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

পোশাকশ্রমিকদের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সোমবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আমিরুল ইসলাম আমিন বলেন, জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য আলাদাভাবে কোনো খাত বরাদ্দ দেওয়া হয়নি। তাই শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানাই। এক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু করতে পোশাক খাতের ৪২ লাখ শ্রমিকের জন্য সাড়ে ৮ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকার মতো বরাদ্দের প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, নানা কারণে পোশাক খাত থেকে শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে বিশেষ করে নারী শ্রমিকের সংখ্যা। ভালো মানের কাজের পরিবেশ না থাকায় নারী শ্রমিক ভিন্ন পেশায় চলে যাচ্ছেন। এখনও অনেক কারখানায় ডে-কেয়ার সেন্টার নেই, তারা তাদের বাচ্চাদের দেখভাল করতে পারেন না। এছাড়াও বেতন কম, বাসাভাড়া বেশি। এ কারণে পুষ্টিসম্মত খাবারও খেতে পারছেন না। এসব অবস্থা বিবেচনায় এনে তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা এখন সময়ের দাবি।

Comments (০)
Add Comment