গাজায় যুদ্ধ বন্ধে বাড়ছে বৈশ্বিক চাপ: নেতানিয়াহু মন্তব্যের পর হামাসের বিবৃতি

গাজায় যুদ্ধ বন্ধে বাড়ছে বৈশ্বিক চাপ। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চলবে। এমনকি তিনি এমন কোনো চুক্তিতে সম্মত না হওয়ার কথাও জানিয়েছেন। তার এ মন্তব্যের পরই বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। খবর জিও নিউজের।

হামাস বিবৃতিতে জানায়, নেতানিয়াহুর অবস্থান থেকে ‘এটা স্পষ্ট ও নিশ্চিত হয়েছে যে তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সাম্প্রতিক প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি নাকচ করেছেন।’

হামাস আবারও জানিয়েছে, যেকোনো চুক্তিতে স্পষ্টভাবে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলোর উল্লেখ থাকতে হবে।

ফোরটিন টেলিভিশনের বরাতে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু বলেছেন- রাফায় হামাসের সঙ্গে তীব্র যুদ্ধ শেষ হওয়ার পথে। হামাসকে নির্মূল না করা পর্যন্ত তিনি গাজায় অভিযান চালিয়ে যাবেন।

Comments (০)
Add Comment