কিশোরগঞ্জের হোসেনপুরে মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষে ৪ হাজি আহত

কিশোরগঞ্জের হোসেনপুরে মাইক্রোবাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে চার হাজিসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার (২২ জুন) সকাল পৌনে ১০টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে চার হাজিকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি উপজেলার নারায়নডহর বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লরির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার ও চার হাজি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একজন হাজীর অবস্থা গুরুতর হওয়ার তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গাড়িতে থাকা আহত হাজী মো. কাসেম মিয়া জানান, তাদের চারজনের বাড়িই কিশোরগঞ্জ সদর উপজেলায়। সেই সুবাদে চারজন এক মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন।

Comments (০)
Add Comment