ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে রোকসানা আক্তার (২৮) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার মন্দিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রোকসানা শুভপুর ইউনিয়নের বশু মিয়া বাড়ির বাবুল মিয়ার স্ত্রী।

নিহতের প্রতিবেশী মাহমুদুল হাসান জানান, শনিবার দুপুরের দিকে ঝড় শুরু হলে রোকসানা বাড়ির পাশে জমি থেকে গরু আনতে যায়। এ সময় হঠাৎ বিকট শব্দে রোকসানা মাটিতে লুটে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী বাবুল মিয়া বলেন, তার স্ত্রী রোকসানা অন্তঃসত্ত্বা ছিলেন। এ অবস্থায় তার মৃত্যু আমাকে ধুঁকে ধুঁকে শেষ করে দেবে।

Comments (০)
Add Comment