দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা

দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। এবার দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এর সঙ্গে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে (এএনসি) জোট সরকার গঠন করতে যাচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচিত করতে শুক্রবার(১৪ জুন) পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নিয়েছেন আইন প্রণেতারা। এতে রামাফোসাকেই বেছে নিয়েছে তারা।

এএনসি ও ডিএর পাশাপাশি জোট সরকারে আরো দুটি তুলনামূলক ছোট দল—রক্ষণশীল ইনকাথা ফ্রিডম পার্টি ও ডানপন্থী প্যাট্রিয়টিক অ্যালায়েন্সও অংশ নেবে। তবে এএনসি থেকে বেরিয়ে নতুন দল করা দুটি দলেরে নেতাদের এই জোট সরকারে রাখা হচ্ছে না। খবর বিবিসি

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসে নেলসন ম্যান্ডেলার দল এএনসি। এর পরথেকে প্রতি নির্বাচনে ৫০ শতাংশের উপরে ভোট পেয়েছে দলটি। তিন দশক দেশের শাসনভার নিজেদের হাতে রাখতে পারলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায় দলটি।

গত ২৯ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এএনসি ৪০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়। অন্যদিকে প্রধান বিরোধী দল ডিএ পায় মোট ভোটের ২২ শতাংশ। কোনো দলই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় জোট সরকার গঠিত হতে যাচ্ছে দেশটিতে। যেখানে জেকব জুমার উত্তরসূরী সিরিল রামাফোসা আরও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পাচ্ছেন।

Comments (০)
Add Comment