হার্টে কোন কোন সমস্যা বেশি দেখা দেয়?

হৃদরোগ এখন শুধু বয়স্কদের অসুখ নয়, কমবয়সীদের মধ্যেও হার্টের রোগ দেখা দিচ্ছে। শুধু ভুগছেন তাই নয়, অকালে ঝরে যাচ্ছে প্রাণ। কমবয়সীদের অনেকেই হার্টের রোগকে সেভাবে পাত্তা দেন না।

বুকের ব্যথাকে কিছুটা অবহেলাই করেন। ফলে বাড়তে থাকে হার্টের সমস্যা। যে কেউই হৃদরোগে আক্রান্ত হতে পারেন। তাই বুকে ব্যথাসহ নানা লক্ষণ দেখলে কখনো তা অবহেলা করা উচিত নয়।

হার্টে কোনো রোগ বাসা বেঁধেছে কি না তা জানতে করতে পারেন ৪ পরীক্ষা। এই পরীক্ষাগুলো হার্টের স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেবে আপনাকে।

হার্টে কোন কোন সমস্যা বেশি দেখা দেয়?
>> হার্ট অ্যাটাক
>> হার্ট ব্লকেজ
>> কোলেস্টেরল বেড়ে যাওয়া
>> উচ্চ রক্তচাপজনিত হার্টের সমস্যা
>> হার্ট ফেইলিওর ইত্যাদি।

হার্টের অসুখ নির্ণয়ে কী কী পরীক্ষা করাবেন?

লিপিড প্রোফাইল

প্রথমেই করে নিন লিপিড প্রোফাইল পরীক্ষাটি। এই পরীক্ষায় রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড মাপা হয়।
এইচডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল ও ভিএলডিএল কোলেস্টেরল এই তিন রকমের কোলেস্টেরল হয়। রক্তে খারাপ কোলেস্ট্রল বেশি থাকলে তা হার্টের জন্য খারাপ।

ইসিজি
হার্টে কোনো ব্লকেজ থাকলে তা ধরার জন্য কিছু পরীক্ষা জরুরি। ইসিজি তাদের অন্যতম। এর গ্রাফেই ধরা পড়ে হার্টের সমস্যা।

ইকো কার্ডিয়োগ্রাম
ইসিজির পাশাপাশি হার্টের যে পরীক্ষাটি বেশ গুরুত্বপূর্ণ, তা হলো ইকো কার্ডিয়োগ্রাম। এই পরীক্ষায় হার্টের গুরুতর রোগগুলো ধরা পড়ে। ইসিজির তুলনায় এই পরীক্ষা কিছুটা খরচসাপেক্ষ।

ট্রেডমিল টেস্ট
হার্টের উপর স্ট্রেস পড়ছে কি না তা পরীক্ষা করার উপায় হল ট্রেডমিল টেস্ট। হার্টের সমস্যা যাদের থাকে, তাদের প্রায়ই এই টেস্ট দেওয়া হয়।

টেস্টটি বেশ সময়সাপেক্ষ। পাশাপাশি কিছুটা খরচের। তবে হার্টের রোগ ধরতে হলে এই টেস্ট করার পরামর্শ দেন চিকিৎসকরা।

সূত্র: এবিপি নিউজ

Comments (০)
Add Comment