ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে আগের মতোই বন্ধুত্ব দিশা পাটানির

টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদ হলেও তার বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে আগের মতোই বন্ধুত্ব রয়ে গেছে দিশা পাটানির। কৃষ্ণা এমনকি দিশার বেশ প্রশংসাই করেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানালেন, দিশা পরিশ্রমী এবং সমমনস্ক। দিশার পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন, তার পরও বলিউডে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন অভিনেত্রী।

২০২২ সালের আগস্টে বিচ্ছেদের পথে হাঁটেন টাইগার ও দিশা। তার পরেও দিশা ও কৃষ্ণার বন্ধুত্বের সমীকরণ বরাবরই নজর কেড়েছে। কৃষ্ণার মতে দিশা স্বাধীনচেতা, কর্তব্যপরায়ণ ও বয়সের তুলনায় পরিণত। তার মতে, বর্তমানে যখন এক জন নারী অন্য নারীকে হেয় প্রতিপন্ন করতে ব্যস্ত তখন আমি আর দিশা পরস্পরকে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করি।

তিনি নিশ্চিত, জীবনে যে পরিস্থিতিই আসুক, দিশা ও কৃষ্ণা পরস্পরের পাশে থাকবেন সব সময়।

Comments (০)
Add Comment