১৫ জুন থেকে জার্মানির মাটিতে শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪

আগামী ১৫ জুন থেকে জার্মানির মাটিতে শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ আসর। যার জন্য দল ঘোষণা করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। যেখানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ম্যাথিউস নুনেজ ও রোমার মিডফিল্ডার রেনাতো সানচেজের জায়গা মেলেনি। তবে কোচ রবার্তো মার্টিনেজের ২৬ সদস্যের পর্তুগাল দলে ডাক পেয়েছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার পেদ্রো নেতো ও ২১ বছর বয়সী উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইকো।

মঙ্গলবার ইউরোপীয় দেশগুলোর সর্বোচ্চ এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। এবারও ৩৯ বছর বয়সী তারকা রোনালদোর নেতৃত্বে ইউরো খেলতে নামবে ২০১৬ আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। এখন পর্যন্ত সিআরসেভেন ইউরোতে সর্বোচ্চ ১৪ গোল এবং সর্বোচ্চ ২৫টি ম্যাচও খেলেছেন।

Comments (০)
Add Comment