ডিজিটাল হবে গার্মেন্ট শ্রমিকদের বেতন ব্যবস্থা: রুবানা হক

জেটিভি রিপোর্ট : ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পোশাক শ্রমিকদের বেতন ব্যবস্থা ডিজিটাল করা হবে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।

মঙ্গলবার (২৫ জুন)রাজধানীর একটি হোটেলে পোশাক খাতে বেতন পদ্ধতি ডিজিটালকরণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রুবানা হক এই কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, শিগগিরই পোশাক শ্রমিকদের ডিজিটাল পদ্ধতিতে বেতন পাবে। তাই মোবাইল ব্যাংকিং সেবা ‍ই-ওয়ালেট চালু করতে আমরা আগামী ২৭ জুন, আইসিটি মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছি।

পেমেন্ট পদ্ধতি ডিজিটাল করা সরকারের লক্ষ্য জানিয়ে রুবানা হক বলেন, পোশাক শ্রমিকদের ই-ওয়ালেট প্ল্যাটফর্মে সম্পৃক্ত হওয়ার জন্য বিকাশের মতো অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী সংস্থাগুলোকে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি।

সব পোশাক কারখানার বেতন ডিজিটাল করে তা বাস্তবায়ন করা আমাদের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, আশা করছি; আমরা সকল আমলাতান্ত্রিক জটিলতা দূর করে এগিয়ে যেতে পারব।

Comments (০)
Add Comment