আইনি প্রক্রিয়ার মাধ্যমেই র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ চলছে
আইনি প্রক্রিয়ার মাধ্যমেই র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সোমবার (৮ আগস্ট) বিকেলে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে একাডেমিতে সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রসচিব।
বৈঠক প্রসঙ্গে মাসুদ বিন মোমেন বলেন, বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা হয়েছে। এ আইন প্রয়োগে কোনো রকমের অসঙ্গতি যেন না হয়, কাউকে যেন ক্ষতির মুখে পড়তে না হয়, এ বিষয়ে আমরা অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি বলে তাকে (মিশেল জে সিসন) বলেছি।