উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে: স্পিকার

0

দেশে ১০-১২ বছর ধরে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় উন্নয়ন অব্যাহত রয়েছে। এ সময়ে আমরা কোনো হরতাল দেখিনি, সড়কে গাড়ি ভাঙচুর হয়নি। সব ইস্যু জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর হোটেল ওয়েস্টিনে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পোশাক শিল্পের জন্য নতুন রূপকল্পের ঘোষণা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের উন্নয়নের এ ধারা বজায় রাখতে সমস্যাগুলো এখনই চিহ্নিত করতে হবে। সব সমস্যার সমাধান করে আরও এগিয়ে যেতে হবে। পাশাপাশি আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতাও বজায় রাখতে হবে। আমাদের উন্নয়নের সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।

শিরীন বলেন, পদ্মা সেতু আমাদের বড় সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরি করেছি। নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পেরেছি এটাই আমাদের সক্ষমতার বড় প্রমাণ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com