নেত্রকোনায় বিশুদ্ধ পানি-খাবার সংকট
নেত্রকোনার বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় সাত শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ভেসে গেছে চার হাজারের বেশি পুকুরের মাছ। এ দুই উপজেলায় বন্যার পানি স্থিতিশীল রয়েছে।
রোববার (১৯ জুন) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উব্দাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
কংশ ও ধনু নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খালিয়াজুরীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। প্রতিটি উপজেলায় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাবারের।
দুর্গাপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, সদর, চন্ডিগড়, গাঁওগান্দিয়া ও বিরিশিরি ইউনিয়নের ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির স্রোতে অন্তত দেড় শতাধিক বাড়িঘর ভেঙে গেছে। কাঁচা-পাকা সড়ক ভেঙে গেছে। উপজেলার ৯৫ ভাগ তলিয়ে গেছে।