‘সরকারের দেওয়া গুম সংক্রান্ত তথ্য অপর্যাপ্ত’

0

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের গুম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের কাছে বাংলাদেশ যে ৬৬ জন সম্পর্কে তথ্য দিয়েছে সেটি অপর্যাপ্ত। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ওয়ার্কিং গ্রুপ।

সম্প্রতি ওয়ার্কিং গ্রুপ একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে ৬৬জন গুম হওয়া ব্যক্তি সম্পর্কে বাংলাদেশ সরকার যে তথ্য দিয়েছে সেটি অপর্যাপ্ত।

ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়, আট ব্যক্তির খোঁজ পাওয়ার কারণে তাদেরকে গুম হওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া গত বছরের সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত নতুনভাবে দুজন ব্যক্তির গুম হওয়ার বিষয়টি আমলে নিয়েছে ওয়ার্কিং গ্রুপ।

গত বছরের নভেম্বরে ফুলবাড়িয়া থেকে ইমাম মাহাদি হাসান নামক একজন ব্যক্তির গুম হওয়ার অভিযোগ রয়েছে। তার বিষয়ে তথ্য চাওয়া হচ্ছে। এছাড়া মোহাম্মাদ ওমর ফারুক নামক একটি ব্যক্তি ২০১৪ সালে গুম হয়েছে বলে নতুন অভিযোগ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com