পশ্চিমবঙ্গে সিএএ কাগজের টুকরো হয়েই থাকবে: মমতা
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন গত শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে। সেদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন আইন চালু করার ঘোষণা দিয়েছে। তবে এই গেজেট বিজ্ঞপ্তিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছেন। গত শনিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্রদের এক অবস্থান ধরনা কর্মসূচিতে অংশ নিয়ে মমতা বলেছেন, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন কার্যকর করতে দেয়া হবে না। আমি কেন্দ্রীয় সরকারের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিকেও মানি না। তিনি বলেছেন, আমরা নাগরিকত্ব আইনকে মানছি না। মানছি না জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ও জাতীয় জনসংখ্যাপঞ্জী (এনপিআর)কেও। প্রতিবাদী ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে মমতা বলেছেন, সকলে এগিয়ে আসুন।
এনআরসি এবং সিএএ’র বিরুদ্ধে লড়াই করি। এদিকে রোববার বেলুড় মঠের এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে যুব সমপ্রদায়কে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নাগরিকত্ব কেড়ে নেয়ার জন্য নয়, নাগরিকত্ব দেয়ার জন্যই সিএএ। প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করে বলেছেন, সিএএ নিয়ে রাজনীতি করা হচ্ছে। তার মতে, যারা রাজনীতি করছেন, তারাও জানেন এই আইন কিসের জন্য। কিন্তু দেশে তা নিয়ে ভুল ধারণা ছড়িয়ে দেয়া হচ্ছে। আর তার শিকার হচ্ছে তরুণ প্রজন্ম।
তিনি আরো বলেছেন, দেশের যুবরা জানতে চায় কেন সিএএ গুরুত্বপূর্ণ। কিন্তু এ নিয়ে অনেক গুজব ঘুরে বেড়াচ্ছে। যুব সমপ্রদায়কে ভুল বোঝানো হচ্ছে। তিনি বলেছেন, যুব সমপ্রদায়ের সামনে সঠিক তথ্যটা তুলে ধরতে হবে। এবং এ কাজে সকলকেই এগিয়ে আসতে হবে।