চাঁদা না দেওয়ায় মাদক মামলায় গ্রেফতারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

0

‘আমার স্বামী সেদিন বাসায় বসে মোবাইল ঠিক করার কাজ করছিলো। তখন পুলিশের ফর্মা মিজান, পল্লবী থানার এসআই কাজী রায়হানুর রহমান ও এএসআই মাহাবুব বাসায় এসে আমার স্বামীকে ধরে নিয়ে যায়। আমরা ১০ হাজার টাকা নিয়ে থানায় গেলে, তারা তিন লাখ টাকা চায়। নয়তো হিরোইনের মামলা দেবে বলে হুমকি দেয়।’

এভাবেই পল্লবী থানার ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করছিলেন হাবিব শেখের স্ত্রী সাথী আক্তার। রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এসব অভিযোগ করেন তিনি।

সাথী জানান, রাজধানীর লালমাটিয়ার শেখ কামাল স্কুলের সামনে ফুটপাতে দোকান বসিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন হাবিব শেখ (২৭)। ফেরিওয়ালাসহ অন্যান্যদের কাছ থেকে পুরনো ও নষ্ট মোবাইল কিনে ঠিক করে বিক্রি করতেন। গত ৯ ফেব্রুয়ারি রাতে বাসা থেকে পল্লবী থানা পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

সাথী বলেন, ‘আমি আমার শাশুড়িসহ কয়েকজন নিয়ে থানায় গেলে তারা (দুই পুলিশ) আমার স্বামীকে নির্যাতন করতে থাকে। তার হাতে হ্যান্ডকাফ লাগানো ছিল। আমার সামনে আমার স্বামীর গোপনাঙ্গে বারবার আঘাত করছিলো। তার হাত-পায়ে লাঠি দিয়ে মারছিলো। আমি তাদের বলেছি- হিরোইন পান নাই আপনারা, হিরোইনের মামলা কেন দেবেন?’

এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন সাথী আক্তার। একপর্যায়ে কান্না চেপে তিনি বলেন, ‘আমি পুলিশের বিরুদ্ধে মামলা করতে পল্লবী থানায় গেছিলাম। সেখানে কোনো সহযোগিতা পাইনি। ওসির সঙ্গেও দেখা করতে দেয়নি। উল্টো ঘটনার কয়েকদিন পরে একজন অপরিচিত লোক রাস্তায় আমাকে বলে- পুলিশের বিরুদ্ধে মামলা করে এলাকায় থাকতে পারবা? উনার পরিচয় জানতে চাইলে উনি দেন নাই।’

সাথী জানান, রাজধানীর পল্লবী থানা পুলিশ তার স্বামীর নামে হিরোইনের মামলা দিয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজিপির কার্যালয়, পুলিশ কমিশনার, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি বলে জানান তিনি।

সাথী বলেন, ‘কোথাও থেকে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের কি এই দেশে বাঁচার অধিকার নাই? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অত্যাচারের বিচার চাই।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবিব শেখের মা নাসিমা বেগম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com