বিপুল ব্যবধানে আবারো কাউন্সিলর হলেন ‘করোনা হিরো’ খোরশেদ
‘করোনা হিরো’ হিসেবে খ্যাতি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বিপুল ভোটের ব্যবধানে আবারো কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।
রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ী প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৭৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ রেডিও প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ২২ ভোট।
করোনা মহামারী শুরুর পর নানান ধরনের মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দাফন করতে নিজের অনুসারীদের নিয়ে তিনি টিম গঠন করেন। তার ‘টিম খোরশেদ’ সারাদেশে প্রশংসিত হয়। খোরশেদ পান ‘করোনা হিরো’ উপাধি।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন করতে গিয়ে ২০২০ সালের ৩০ মে করোনায় আক্রান্ত হয়ে পড়েন খোরশেদ নিজেই। তিনি করোনায় আক্রান্ত হলেও তার টিম সক্রিয় ছিল। টিমের লোকজন করোনায় মৃতদের দাফন কাজ চালিয়ে যায়।