সিরিয়ার লাতাকিয়ায় ইসরাইলের বিমান হামলা

0

সিরিয়ার বন্দর নগরী লাতাকিয়াতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার ভোরে এই ইসরাইলি বিমান বাহিনী এই হামলা করে বলে জানায় সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা।

এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার লাতাকিয়ায় হামলা চালালো ইসরাইল।

এর আগে ৭ ডিসেম্বর লাতাকিয়ায় বিমান হামলা চালায় ইসরাইল।

সামরিক সূত্রের বরাত দিয়ে সরকারি সংবাদমাধ্যম সানায় বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টা ২১ মিনিটে লাতাকিয়া বন্দরের কনটেনার ইয়ার্ড লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চালায়।

সানার খবরে জানানো হয়, বিমান হামলায় কনটেনার ডিপোয় আগুন ধরে যায়। এছাড়া হামলায় একটি হাসপাতাল ও কিছু বাড়িও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলার এক ঘণ্টা পরেও দমকল কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত ছিলেন।

হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে এই ধরনের হামলায় বিষয়ে অতীতে ইসরাইল জানিয়েছিলো, তারা সিরিয়ায় অবস্থান করা ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

সূত্র : ডয়চে ভেলে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com