আমি তো ভোট দেইনি, আমার ভোট দিলো কে?
পঞ্চাশোর্ধ হালিমা বেগম। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরের সকল কাজ শেষ করে ভোট দিতে কেন্দ্রে যান তিনি। প্রায় আধাঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে প্রবেশ করলে তাকে জানানো হয় তার ভোট অনেক আগেই দেয়া হয়ে গেছে। এ সময় হালিমা বেগম ভোট দেননি বলে দাবি করলেও কোনো কাজ হয়নি। এরপর কোনো উপায় না পেয়ে বাড়িতে ফিরে যান তিনি।
রোববার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলা ৪নং শেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভোট দিতে না পারায় হালিমা বেগম আক্ষেপ করে বলেন, ফজরের নামাজ পরিয়া (পড়ে) ঘরের কাজ শুরু করছি (করি)। বাড়ির অনেকেই সকালে ভোট দিয়া আইছইন (দিয়ে আসেন)। কাজ থাকায় আমি ভোটে যাইতে (যেতে) পারিনি। পরে দুপুরে ভোট কেন্দ্রে যাই। গিয়া হুনি (শুনি) আমার ভোট আরেকজনে দিলাইছে (দিয়েদেন)। আমি ভোট না দিতে ফারায় (পারায়) খুব কষ্ট লাগছে।