‘আগামীতে পিছা মার্কা আনুম তাও নৌকা আনুম না’
আগামীতে মনোনয়নও লাগবে না, ভোটও চাওয়া লাগবে না- এমনিই আমরা পাস করবো। যদি পিছা (ঝাড়ু) মার্কা থাকে, তা আনুম, তবে নৌকা মার্কা আনুম না। নৌকা মার্কা না আনলে আমরা পাস করবো নিশ্চিত, ইনশাআল্লাহ। কারণ যারা ধানের শীষ করে, তারা নৌকায় ভোট দিতে পারে না। তাগো নাকি হাত কাঁপে।
নির্বাচনে পরাজয়ের পর এক সভায় এমন বক্তব্য দিয়েছেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী দ্বীন ইসলাম শেখ। দ্বীন ইসলাম আড়িয়ল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ২৮ই নভেম্বর তৃতীয় ধাপে টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী হয় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাদির হাওলাদার। পরাজিত হন নৌকা প্রতীকের দ্বীন ইসলাম শেখ।