সিটি করপোরেশনের গাড়ি কারা চালায়?

সিটি করপোরেশনের গাড়িচালক নিয়ে অভিযোগ নতুন নয়। এখানকার গাড়িচালকরা যার যেমন খুশি তেমনভাবে গাড়ি চালায়। এতে একের পর এক দুর্ঘটনা ঘটলেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। কারণ, এ গাড়িগুলো আইনের ঊর্ধ্বে-এমনটাই ভাবেন চালকরা।

এর ফলে বেপরোয়া গতিতে ড্রাইভিং করা তাদের অভ্যাস হয়ে গেছে। সম্প্রতি সিটি করপোরেশনের গাড়ির চাপায় রাজধানীতে নটর ডেম কলেজের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। জানা গেছে, নিয়োগ করা চালক না চালিয়ে একজন পরিচ্ছন্ন কর্মী চালাচ্ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি। বিষয়টি খুবই উদ্বেগজনক।

গত ২৬ নভেম্বর সংবাদপত্রের এক প্রতিবেদনে এসেছে, ডিএসসিসির মোট যানবাহন ৫১৩টি। এর মধ্যে নিবন্ধিত চালক মাত্র ১৪৭ জন। নিবন্ধিত চালক ব্যতীত বাকি গাড়িগুলো চলে অদক্ষ ও অনিবন্ধিত চালক দিয়ে, যার ফলে ডিএসসিসির গাড়িগুলো প্রায়ই আশঙ্কাজনকহারে দুর্ঘটনা ঘটাচ্ছে।

শিক্ষার্থী হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে দুই সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Comments (০)
Add Comment