বছরের প্রথম দিনে সিরিয়ার স্কুলে রকেট হামলা

0

নতুন বছরের প্রথম দিনেও সিরিয়ায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার সিরীয় বাহিনী ইদলিবের একটি স্কুলে রকেট হামলা চালিয়েছে। ওই হামলায় কমপক্ষে ৮ বেসামরিক নিহত হয়েছে। ওই এলাকা বিরোধীদের সর্বশেষ ঘাঁটি বলে মনে করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট বলছে, নিহতদের মধ্যে চারজনই শিশু। এছাড়া আরও দুই নারীও নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, হামলার সময় অনেক শিক্ষার্থী ও শিক্ষক সেখানে ছিলেন।

পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের বিদ্রোহী অধ্যুষিত সারমেন শহরে ওই হামলার ঘটনা ঘটেছে।

হামলায় কমপক্ষে আরও ১৬ জন আহত হয়েছে। জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, গত ১২ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে সহিংসতার ঘটনায় দুই লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে তিন লাখ ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ২০১১ সাল থেকেই দেশটিতে সহিংসতা চলছে। ২০১৯ সালে এক হাজার শিশুসহ ১১ হাজার ২১৫ জন নিহত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com