আফগানিস্তান নিয়ে ভারতের ডাকা সম্মেলনে অংশগ্রহণ করবে না পাকিস্তান

0

আগামী ১০ নভেম্বর আফগানিস্তান বিষয়ক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ‘এনএসএ’ অজিত দোভাল। এ সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হলেও ইসলামাবাদ ওই আমন্ত্রণকে প্রত্যাখান করেছে।

বুধবার (৩ নভেম্বর) ভারতের সরকারি সূত্রে হিন্দি গণমাধ্যম এ তথ্য জানায়।

‘এবিপিলাইভ ডটকম’ বলেছে, ‘পাক ‘এনএসএ’র পক্ষে মিডিয়ার মাধ্যমে এ ধরণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা অত্যন্ত অশোভন এবং ভারতের জন্য স্পয়লারের মতো শব্দ চয়ন করাও তাদের কঠোর অবস্থানের ইঙ্গিত।

এদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) মইদ ইউসুফ বলেছেন, তিনি আফগানিস্তান বিষয়ে ১০ নভেম্বরের শীর্ষ সম্মেলনে ভারতে যাবেন না। একইসঙ্গে তিনি আফগানিস্তানে শান্তি স্থাপনকারী হিসেবে নয়াদিল্লির ভূমিকা প্রত্যাখ্যান করেছেন।

এক প্রশ্নের জবাবে মইদ ইউসুফ বলেন, একজন ‘বিঘ্নকারী’ শান্তি স্থাপনকারীর ভূমিকা পালন করতে পারে না।

অন্যদিকে, বিবিসি হিন্দি বলছে, ভারতের এনএসএ অজিত ডোভালের নেতৃত্বে, আফগানিস্তান নিয়ে আলোচনায় পাকিস্তান ও চীন আসতে অস্বীকার করেছে। ওই সংলাপে রাশিয়া, ইরান, উজবেকিস্তান ও তাজিকিস্তানকেও ভারত আমন্ত্রণ জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com