জাতিসংঘে যোগ দেওয়ার অধিকার তাইওয়ানের নেই: চীন

0

জাতিসংঘে তাইওয়ানের ভুমিকা বাড়ানোর বিষয়ে আমেরিকা যে প্রচেষ্টা চালাচ্ছে তার কঠোর সমালোচনা করেছে চীন।

বেইজিং বলছে, স্ব-শাসিত এ দ্বীপটির বিশ্ব সংস্থায় যোগ দেওয়ার কোনো অধিকার নেই।

বুধবার (২৭ অক্টোবর) বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাইওয়ান বিষয়ক মুখপাত্র মা শাওকুয়াং এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘ হচ্ছে স্বাধীন-সার্বভৌম দেশের আন্তর্জাতিক সংস্থা কিন্তু তাইওয়ান চীনের অংশ। গণপ্রজাতন্ত্রী চীন হচ্ছে পুরো চীনের একমাত্র বৈধ সরকারি প্রতিনিধি।

তিনি জোর দিয়ে বলেন, তাইপের জাতিসংঘে যোগ দেয়ার কোনো অধিকার নেই। এ সময় তাইপের রাজনৈতিক নেতাদের জাতিসংঘে যোগ দেয়ার বিষয়ে অলীক কল্পনা ভুলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বিশ্ব সংস্থায় তাইওয়ানের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমেরিকা যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে সব সদস্য দেশের যুক্ত হওয়া উচিত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com