নিজেদের সীমান্ত রক্ষায় নতুন করে আইন পাশ করল চীন

0

ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে অচলাস্থার মধ্যে নিজ দেশের সীমান্ত এলাকা সুরক্ষার জন্য নতুন করে আইন পাস করেছে চীন। ধারণা করা হচ্ছে, এই আইনের ফলে আরও জোরালো হবে চীনের সীমানা সুরক্ষা।

এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের স্থলসীমান্ত নতুন এই আইন আগামী বছরের প্রথম দিক থেকে কার্যকর হবে।

প্রণিত আইনে বলা হয়েছে, যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চীন তার সীমান্ত বন্ধ করে দিতে পারবে। ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় দেশ কার্যকর পদক্ষেপ নেবে।

তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে এ আইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি।

এতে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যেকোনো উস্কানি মোকাবেলার জন্য দায়িত্ব পালন করবে।

সূত্র: রয়টার্স।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com