নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত পেতে আদালতে ট্রাম্প

0

নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত পেতে শুক্রবার ফ্লোরিডার ডিস্ট্রিক্ট আদালতে আবেদন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আবেদনে প্রাথমিকভাবে টুইটারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়েছেন ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত পেতে আদালতে আবেদন করেছেন। আবেদনে ট্রাম্প টুইটারের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তি হিসেবে তালেবানের প্রসঙ্গ টেনেছেন।

সেখানে বলা হয়েছে, টুইটার কর্তৃপক্ষ তালেবানকে আফগানিস্তান জুড়ে তাদের বিজয়ের খবর নিয়ে নিয়মিত টুইট করতে দিয়েছে। অপর দিকে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ‘বিভ্রান্তিকর তথ্য’ আখ্যা দিয়ে তার টুইটগুলো পরিমার্জন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু নির্বাচনে ব্যাপকভাবে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন তিনি। মূলত সহিংসতা উসকে দেওয়ার ঝুঁকির কথা জানিয়ে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com