রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে কী করবেন?

0

রোজার কথা স্মরণ না থাকায় মনের ভুলে অনেক সময় কেউ কেউ কমবেশি খাবার খেয়ে ফেলে। খেয়ালের ভুলে কেউ কিছু খেয়ে ফেললে তখন করণীয় কী? রোজাদার তখন কী করবেন?

অনিচ্ছাকৃত খেয়ালের ভুলে পানাহার করে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। রোজা ভেঙে গেছে ভেবে অনেকে পরিপূর্ণ খাবার খেয়ে ফেলে। না এমনটি ঠিক নয়।

খেয়ালের ভুলে কোনো কিছু খেয়ে ফেললে ওই মূহুর্তে করণীয় সম্পর্কে হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট ঘোষণা করেছেন

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে রোজা অবস্থায় ভুল করে কিছু খেয়েছে বা পান করেছে। ওই ব্যক্তি যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে পান করিয়েছেন।’ (বুখারি মুসলিম, মিশকাত)

হাদিসের আলোকে করণীয়

> রোজা পালনকারী ভুলে পানাহার করলে তার করণীয় হলো রোজাকে পূর্ণ করা। কারণ বেখেয়ালের পানাহারে রোজার কোনো ক্ষতি হয় না।

> খাওয়া অবস্থায় যখনই রোজার কথা স্মরণ হবে; সঙ্গে সঙ্গে পানাহার ত্যাগ করতে হবে।

> মুখে খাবার থাকলে রোজার কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা মুখ থেকে ফেলে দিতে হবে।

> কেউ যখন রোজা পালনকারীকে (বেখেয়ালে) পানাহার করতে দেখবে; তখন ওই ব্যক্তির উচিত পানাহারকারীকে রোজার কথাস্মরণ করিয়ে দেয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। রোজার দিনে সব ধরনের ভুল পেরেশানি থেকে হেফাজত করুন। আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com