আমেরিকা এবং ব্রিটেন থেকে ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ইরান

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিদেশি কোম্পানিগুলোকে তার দেশের জনগণের ওপর করোনাভাইরাসের ভ্যাকসিন  পরীক্ষা করার সুযোগ দেয়া হবে না।

এর আগেই ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশি কোম্পানিগুলোর ভ্যাকসিন পরীক্ষা প্রতিরোধের পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট রুহানি মূলত আজ এ বক্তব্য দিয়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করলেন।

করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, কিছু বিদেশি কোম্পানি আমাদের দেশের জনগণের ওপর কোভিড ভ্যাকসিন পরীক্ষা করার চেষ্টা চালিয়েছিল কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তা রুখে দিয়েছে।

এর একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আমেরিকা এবং ব্রিটেন থেকে করনা ভাইরাসের ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com