ক্যাশবাক্সে হাত দিলো না চোর, নিয়ে গেল অনেক টাকার পেঁয়াজ

0

চুরি হলো সবজি ও পেঁয়াজের দোকানে। নিল না টাকা পয়সা কিছুই। ক্যাশবাক্সটাও ছুঁইল না। কিন্তু চুরি করে নিয়ে গেল অনেকগুলো পেঁয়াজ।

গত সোমবার রাতে এমন অবাক করা ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় দিনীপুরের সুতাহাটা এলাকার একটি দোকানে।

পেঁয়াজ নিয়ে তুঘলকিকাণ্ড শুধু বাংলাদেশেই নয়; ভারতেও চলছে। গত এক সপ্তাহে দেশটিতে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে।

আগেরদিন ৬০ রুপি থেকে পরদিন দেশটির বিভিন্ন প্রদেশের খুচরা বাজারে প্রতি কেজি ১০০ রুপিতে বিক্রি হচ্ছে।

পশ্চিমবঙ্গে প্রতি কেজি ১০০ টাকা ছুঁয়েছে ইতিমধ্যেই। পেঁয়াজ কিনতে গিয়ে তাই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। ভিক্ষুক ও চোরদের কাছে টাকার চেয়ে পেঁয়াজের মূল্য বেশি।

আর সোমবার এরকমই উদাহরণ দেখা গেলো দিনীপুরের সুতাহাটা এলাকার রাস্তার ধারের একটি সবজির দোকানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাত শেষে মঙ্গলবার সকালে দোকানের দরজা খুলে অবাক হয়ে যান দোকানমালিক। রাতে যে চোর ঢুকেছিল তা দোকান খুলতেই টের পান। সবজি, আলুগোলো এলোমেলো হয়ে আছে। দোকানটা খালিখালি লাগছে অনেক।

দোকানির হৃৎস্পন্দন বেড়ে যায় যখন তার মনে পড়ে গতরাতে ক্যাশবাক্সে অনেক টাকা রেখে গিয়েছিলেন। দৌড়ে গিয়ে সেটি খুলে দেখেন, চোর সেটা খুলেইনি।

এতে খুশিতে মন ভরে ওঠে তার। কিন্তু পেঁয়াজের বস্তা গুণে দেখেন গতকালের হিসাব অনুযায়ী, অনেক অনেক পেঁয়াজ নিয়ে গেছে চোর।

এনডিটিভিকে, দোকান মালিক অক্ষয় দাস বলেন, পেঁয়াজ, রসুন ও আদা মিলিয়ে প্রায় ৫০০০০ টাকার জিনিস চুরি হয়েছে তার দোকান থেকে। এর মধ্যে পেঁয়াজই বেশি। কিন্তু তার ক্যাশবাক্স থেকে একটা পয়সাও চুরি করেনি চোরেরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com