শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে শিবিরের অভিনন্দন
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার তাদের অভিনন্দন জানান কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম।
যৌথ অভিনন্দন বার্তায় তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির সভাপতি নূরুল করিম আকরাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল আমিনসহ নবগঠিত কমিটির সকল দায়িত্বশীল ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া ও মোবারকবাদ। আমরা আশা করি, নতুন কমিটি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাজকে আরো গতিশীল করতে যথাসাধ্য চেষ্টা করবে। তাদের সার্বিক কর্মকাণ্ড দেশে ইসলাম প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
একই সাথে ইসলামবিরোধী সমস্ত অপতৎপরতা রুখে দিতে তাদের অবদান হবে অনবদ্য। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামবিরোধী শক্তির ষড়যন্ত্রের মোকাবেলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পথচলায় ছাত্রশিবিরের সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
শিবির নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের সুস্থতা ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। একই সাথে তারা সদ্য বিদায়ী কমিটির সভাপতিসহ অন্যান্য বিদায়ী দায়িত্বশীলদের আগামীর সাফল্যময় পথচলায় সাহায্য চেয়ে আল্লাহর দরবারে দোয়া করেন।